Header Ads

JAHANARA HUQ MOHILA COLLEGE

জাহানারা হক মহিলা কলেজ

Principal's speech

 

অধ্যক্ষের বাণী



বিসমিল্লাহির রাহমানির রাহিম। 

সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম।

“শিক্ষাই জাতির মেরুদন্ড” যে জাতি যত বেশি শিক্ষত, সেই জাতি তত বেশি উন্নত । তাই শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি অসম্ভব। এই জন্য একটি জাতিকে শিক্ষিত করে তুলতে হলে অবশ্যই মায়ের শিক্ষা বাঞ্ছনীয়। তাই নেপোলিয়ন বলেছিলেন…….. “তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তুমাদের একটি শিক্ষিত জাতি দিব”

প্রতিটি শিশু জন্মের পর মায়ের মুখের ভাষায় কথা বলেতে শিখে, মায়ে কাছে থাকতে পছন্দ করে। তাই একটি পরিবারে মায়ের শিক্ষার গুরুত্ব অপরিশিম একটি শিক্ষত মা একটি শিক্ষিত সন্তান গড়ে তুলতে পারে। এরই ধারবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাই নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিকে ও বিনামূল্যে পাঠ বই বিতরন করছে যা পূর্বে কোনো সরকার করেননি পাশাপাশি নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রাথমিক থেকে আরম্ভ হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণিতে প্রধান মন্ত্রির শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর মাধ্যমে উপবৃত্তি ও মেধাবৃত্তির ব্যবস্থা চালু করেছেন।  

শিক্ষা কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ প্রদান করা। আর এই উৎসাহ উদ্দীপনা প্রদানের গুরুদায়িত্ব ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে সুদীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত সুচারুরুপে সম্পাদন করে চলেছে জাহানারা হক মহিলা কলেজ। জাহানারা হক মহিলা কলেজটি পর্বে আখাউড়া নাছরী নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর কলেজ শাখা ছিল। অত্র এলাকাবাসির উচ্চতর নারী শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে প্রতিষ্ঠানটি পৃথকিকরন করা হয়। অত্র এলাকার কৃতিসন্তান আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালণয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এম.পি মহোদয়ের শ্রদ্ধেয় মাতা জাহানারা হক নামে প্রতিষ্ঠিত “জাহানারা হক মহিলা কলেজ”টি প্রতিষ্ঠিত হওয়ায় নারী শিক্ষার একটি দ্বার উন্মোচন হয়েছে অত্র এলাকাবাসীর জন্য।

পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে ধ্যবাদ জানাই অত্র এলাকার পৌর মেয়র জনাব মোঃতাকজিল খলিফা কাজল সাহেবকে যার নিরলস প্রচেষ্ঠা ও সহোযোগীতায় প্রতিষ্ঠানটির অগ্রগতি সম্পন্ন হয়েছে। বিগত বছর গুলোতে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অধিকার করে আসছে। প্রতিষ্ঠানটির বহু শিক্ষার্থী বর্তমানে দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষায় অধ্যয়ন আছে। একদল তরুন শিক্ষক দ্বারা কলেজটির পাঠদান হয়ে আসছে যা অত্র এলাকায় যথেষ্ঠ সুনাম অর্জন করেছে। সূচনালগ্ন থেকেই কলেজের শিক্ষকবৃন্দ অত্র প্রতিষ্ঠানটি গড়ে তুলতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষমন্ত্রনায়ের আদেশে এমপিও ভুক্ত হয়েছে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করছি পাশাপাশি এলাকাবাসির সহযোগিতা কামনা করছি।

 

                                                                                                                             তানিয়া আক্তার
                                                                                                                            অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
                                                                                                              জাহানারা হক মহিলা কলেজ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.