Classification of Adjectives | Verb | Adverb
Adjective
নিচের বাক্যগুলো
পড়ো:
1. Mina is a good girl.
2. I don't like that boy.
3. I have bought five books.
4. I want some rice.
লক্ষ করো, ওপরের 1 নং বাক্যে good শব্দটি Mina কেমন মেয়ে তা প্রকাশ করছে অথবা, অন্যভাবে, good শব্দটি মিনা সম্পর্কে বর্ণনা দিচ্ছে বা তার গুণ প্রকাশ করছে। 2 নং বাক্যে, 'that' দ্বারা কোন বালকটি, তা বোঝাচ্ছে। ওপরের 3নং বাক্যে, 'five' দ্বারা কতগুলো বই তা বোঝাচ্ছে এবং 4নং বাক্যে, 'some' শব্দটি দ্বারা কতটুকু 'rice' প্রয়োজন তা বোঝানো হচ্ছে।
ওপরের
বাক্যগুলোতে
underline করা শব্দগুলো বাক্যের noun অথবা pronoun গুলোকে qualify করছে। অর্থাৎ, এ শব্দগুলো noun বা
pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করছে। এ ধরনের শব্দকে
বলা হয় Adjective
যে word কোনো
sentence এ noun বা pronoun কে
বিশেষায়িত
করে
অর্থাৎ,
তাদের
দোষ,
গুণ,
অবস্থা,
সংখ্যা,
পরিমাণ
প্রভৃতি
প্রকাশ
করে
তাকে
Adjective বলে।
(The word that modifies or qualifies a noun or pronoun in a
sentence is called Adjective.)
Adjective-সমূহকে Attributive ও Predicative এ দুইভাবে ব্যবহার করা হয়।
কোন
noun এর পূর্বে ব্যবহার করলে তাকে Attributive use বলে। যেমন: She is a good girl.
আর
linking verb এর পরে ব্যবহার করলে Predicative use বলে। যেমন: The girl is good.
Classification
of Adjectives
Adjective প্রধানত
চার প্রকার। যথা-
(1) Descriptive Adjective বা Adjective
of Quality (গুনবাচক বিশেষণ)
(2) Quantitative Adjective বা Adjective of Quantity (পরিমাণবাচক বিশেষণ)
(3) Numeral Adjective বা Adjective of Number (সংখ্যাবাচক বিশেষণ)
(4) Pronominal Adjective (সর্বনাম বাচক বিশেষণ)
যে
সকল Adjective বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থার,
দোষ, গুণ বা পরিমানকে করে তাকে
Adjective of Quality বা
Descriptive Adjective বলে।
(An Adjective that shows the quality of a person or a thing
is called Adjective of Quality.)
He is a nice
boy. Shema
is a smart girl.
Bangladesh
is a beautiful country. It
is a heavy box.
2. Quantitative Adjective বা Adjective of Quantity
যে
সকল Adjective সাধারনত কোনো noun বা pronoun এর পরিমাপ বা পরিমাণ নির্দেশ করে
তাকে Quantitative
Adjective বা
Adjective of Quantity বলা
হয়।
(Adjective showing the quantity of nouns or pronouns is
called Adjective of Quantity.)
A Note: সাধারনত
Uncountable noun-Materials ও
Abstract noun এর পূর্বে
Adjective of Quantity বসে।
I ate some
rice. He
has little knowledge.
All
students are welcome. We have enough
time.
3. Numeral Adjective বা Adjective of Number
যে সকল
Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা
সমূহকে ক্রমানুসারে
বা মান অনুযায়ী তাদের
স্থান বা পর্যায় বোঝায়
তাকে Numeral
Adjective বা
Adjective of Number বলে।
(Numeral Adjective shows how many persons or things are
meant, or in what order a person or thing stands.)
I have
bought three books.
Taaha is the
first girl in the class.
He lost all his wealth.
4. Pronominal Adjective
যদি কোনো
Pronoun যখন noun এর পূর্বে বসে
Adjective এর র্কায সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে।
(Pronouns and Adjectives are two different parts of speech,
but a pronominal Adjective takes the form of a pronoun while serving the
function of an Adjective).
Each
boy was present in the class. Every
moment of life is important.
Any
student can do this sum. This
dress is new.
That house is old.
Pronominal Adjective কে
সাধারণত পাঁচভাগে ভাগ করা হয়। যথা
(1)
Demonstrative Adjective
(ii)
Distributive Adjective
(iii) Possessive Adjective
Verb
নিচের sentence-গুলো লক্ষ করো :
Munna kicks the
ball (মুন্না বলটিতে লাথি মারে।)
Dhaka is the
capital of Bangladesh. (ঢাকা
বাংলাদেশের রাজধানী।)
I have shut the
door. (আমি দরজাটি বন্ধ করেছি।)
প্রথম sentence-টিতে ‘kick’ word-টি দ্বারা Munna নামক ছেলেটি ball কে কী করছে তা বোঝাচ্ছে, দ্বিতীয় sentence-টিতে ‘is’ word-টি Dhaka নামক শহরটি Bangladesh-এর কী (হয়) তা বোঝাচ্ছে এবং তৃতীয় sentence-টিতে ‘have shut’ শব্দদ্বয় দ্বারা আমি door-টিকে কী করেছি তা বোঝাচ্ছে। এ সকল word sentence-এর subject কী করে বা করেছে বা করবে তা প্রকাশ করে অথবা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান সম্পর্কে কিছু বলে। এ ধরনের word-কে verb বলে।
যে সকল
word sentence-এর অন্তর্ভুক্ত
কোনো
ব্যক্তি,
বস্তু
বা
স্থান
সম্পর্কে
(কাজ
সম্পর্কে)
কিছু
বলে,
তাদেরকে
verb বলে।
Sentence-এ verb-এর ব্যবহার ও
অবস্থান
a. Subject-এর পর finite verb হিসেবে
I water my plants every day.
Swapna sings a song.
b.
Non-finite verb হিসেবে।
Deena wants to sing a song.
c. Participle হিসেবে
I saw the fan running, (present participle)
He has bought a broken table. (Past participle)
Having done the work, he went away. (Perfect participle)
d. Gerund হিসেবে:
Walking is a good exercise.
He prefers running to walking. Infinitive
e. infinitive হিসেবে:
To walk is a good exercise. (Simple infinitive)
I pretended to be seeding the news-paper. (Continuous infinitive)
Sorry to have disturbed you. (Perfect infinitive)
f. Indirect causative verb হিসেবে।
I make him do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই।)
She made him write a letter.
(সে তাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিল।)
Adverb
He walks slowly. (সে
ধীরে হাঁটে।)
Rina goes to
school daily. (রিনা প্রত্যহ স্কুলে যায়।)
The man came here. (লোকটি এখানে এসেছিল।)
প্রথম
sentence-টিতে ‘slowly' word-টি সে
কীভাবে হাঁটছে তা বোঝাতে ব্যবহৃত
হয়েছে। অর্থাৎ 'walk' verb-টি সম্পর্কে
আরও বেশি তথ্য দিচ্ছে ‘slowly’ word-টি। আবার
দ্বিতীয় sentence টিতে ‘daily’ word টি
goes verb টি কখন সংঘটিত হয় তা বোঝাচ্ছে। তৃতীয়
sentence-টিতে ‘here` word-টি came verb-টি
কোথায় সংঘটিত হয়েছে তা বোঝাচ্ছে। এ
সকল word, sentence-এর অন্তর্গত verb সম্পর্কে
অতিরিক্ত কিছু তথ্য দেয়। এদেরকে adverb বলে।
এবার নিচের sentence দুটি লক্ষ করো –
Rani speaks quite correctly. (রাণী সম্পূর্ণ সঠিকভাবে কথা বলে।)
প্রথম
sentence-টিতে 'very’ word-টি 'clever’
adjective-টির মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় sentence টিতে ‘quite' word-টি
correctly adverb-টির
মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে উল্লিখিত word-দ্বয় ‘very' এবং
'quite' যথাক্রমে একটি
adjective এবং একটি adverb সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য যোগ করছে। এ ধরনের word-কে
adverb বলা হয়।
সুতরাং আমরা বলতে পারি।
নিচে বিভিন্ন প্রকার Adverb-এর কতকগুলো উদাহরণ দেওয়া হলো :
Adverb of time :
late, yesterday, seldom, frequently, thrice.
Adverb of place below : here, there, everywhere, nowhere, elsewhere,
Adverb of manner : clearly,
soundly, bravely, boldly, rapidly
Adverb of degree : fully, quite, almost, partly.
Adverb of cause and effect consequently. : therefore, hence, so, moreover, however,
Adverb affirmation or negation :
yes, no, never.
Interrogative Adverb : when, where, why, how,
Adverb of Number :
twice, once, never.
Adverb of order :
first, third, last.
Relative or conjunctive Adverb : when, where, how, why.
a. Object বিধীন verb হলে verb-এর পরেই adverb বসে।
She sings loudly.
b. Object থাকলে
adverb of manner উত্ত
object-এর পরে বসে।
He gave me the book willingly.
adv adj
c. Adverb যদি
কোন adverb বা adj-কে modify করে তখন তা ঐ adverb বা
adjective-এর পূর্বে বসে।
The bird is very beautiful.
adv adj
d. Adverb কোন
sentence-কে modify করলে ঐ বাক্যের শুরুতে
তা বসে।
Naturally he is
happy.
e. যদি দুই বা ততোদিক adverb একই
বাক্যে ববহৃত হয় তাহলে আগে manner তারপর place এবং শেষে time বসে।
The boy acts nicely everywhere now.
f. Last বা
next adv-কে বার বা মাসের পূর্বে
লিখলে preposition-এর প্রয়োজন হয়
না কিন্তু পরে লিখলে তা প্রয়োজন হয়।
We shall go fishing next
June.
I shall meet you on Sunday next.
Preposition adverb
g. Foolishly, kindly, generally, stupidly প্রভৃতি adv-গুলো
verb-এর পূর্বে বসে I
I foolishly
came back.
h. Compound verb-এর
মাঝে adv-গুলো বসে।
It has always
been considered positively.
adv
কোন মন্তব্য নেই