Countable and Uncountable Nouns | Classifications of Pronoun |
Countable and Uncountable Nouns
গণনার
ভিত্তিতে Noun-কে আমরা দুইভাগে
ভাগ করতে পারি:
(i) Countable Noun. (ii)
Uncountable Noun.
(i) Countable Noun:
যে সকল Noun-কে গণনা করা
যায় তাদেরকে Countable Noun বলে।
(A countable noun is the name of anything that can be
counted.)
যেমন
: book, chair, table, pen, apple, etc.
(ii) Uncountable
Noun: যে সব Noun-কে গণনা করা
যায় না, কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভূতি ও
কল্পনা দ্বারা অনুভব করা যায়, তাদেরকে Uncountable Noun বলে।
(An uncountable noun is the name of anything that cannot be
counted by numbers, but measured.)
যেমন : rice, sugar, water, honesty, etc.
Noun
Countable
Uncountable
সেই সব ব্যক্তি, বস্তু বা ধারণার নাম যাদেরকে সেই সব বস্তু, পদার্থ বা বিষয়ের নাম আলাদা আলাদা করে গণনা করা যায়। যাদেরকে গণনা করা যায় না।
Example:
milk, gold, coal, health, food, honesty, etc. Example:
man. boy, city, river, mango, etc.
Countable
Nouns
animal, baby, book, bank, bed, boy, bus, car, cat, chair,
city, class, cup, dog, doar, ear, egg, eye, field, film, girl, gate, gun, hat,
hill, hour, journey, king, kite, lady, lake, man, minute, month, mouth. neck.
newspaper, page, park, problem, ring, river, ship, shirt, sister, street,
stream, son, student, table, town, week, window, woman, year, zebra, etc. -
Proper noun, Common noun, Collective noun.
Uncountable
Nouns
death, food, rain, water, work, truth, wind, wealth, freedom, music, peace, power, poverty, religion, fear, fire, failure, advice, hair, news, money, furniture, marriage, education, duty, childhood, boyhood, courage, earth, moon, sand, salt, sugar, snow, etc. Material noun, Abstract noun.
Countable Noun -এর
বৈশিষ্ট্য:
* Countable Noun এর
singular ও Plural
Number হতে পারে যেমন :
a book, five
books, an apple, two apples.
* Singular
Countable Noun- এর পূর্বে a, an, the, this,
that, every, each, cither, neither ইত্যাদি
Determiner ব্যবহৃত হয়।
যেমন :
This shirt is white and that shirt is blue.
Every boy will get a prize.
Each girl was given an apple. Neither book is good.
Either Kamal or Jamal is guilty.
* Plural Countable Noun-
এর পূর্বে the,
these, those, all, some, several, many, both, few, a few, any, no এবং সংখ্যাবাচক শব্দ, যেমন: two, three four, ইত্যাদি Determiners বর্ভূত হয়। যেমন:
There are four books in the bag.
I have a few friends.
All men must die.
Few people can
speak English well.
* Plural Countable Noun যখন
সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়
তখন তার পূর্বে 'the' বসে না। কিন্তু যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়
তখন তার পূর্বে the বসে। যেমন;
I like
mangoes | এখনে সাধারণভাবে সব mangoes কে বোঝানো হয়েছে।
I like the
mangoes of Rajshahi (এখানে
নির্দিষ্টভাবে রাজশাহী অঞ্চলের mangoes-কে বোঝানো হয়েছে।
* Uncountable Noun এর
বৈশিষ্ট্য:
*
Uncountable Noun সর্বদা
singular number হয় । এদের কোনো
Plural form নিই । তাই verb ও singular হয়
*
Uncountable Noun এর পূর্বে Indefinite Articles
এ a বা an বসে না।
Uncountable Noun এর
পূর্বে সাধারণত the this, that
little, very little less much any some no ইত্যাদি
Determiners ব্যবহৃত হয়। যেমন:
I have little rice. This information is true.
There is little milk in the glass. Give
me some money.
That advice was wrong.
* কখনও
কখনও Delerminer ts
Uncountable noun একাকী
ব্যবহৃত হতে পারে (সাধারণত Material Noun এর ক্ষেত্রে)।
যেমন: Water has no colours.
The ring is made of gold.
* সাধারণ
Uncountable noun-এর পূর্বে articles a বা an বসে না। তবে Uncountable noun এর পূর্বে adjective থাকলে তার
পূর্বে a বা an বসে। যেমন:
He runs a good
business.
I received a good education.
* Uncountable noun এর
সাথে কিছু Measure words ( পরিমাপ করা যায় এমন শব্দ) যোগ করে তাকে Countable noun -এ পরিবর্তন করা
যায় | Measure words
গুলো সাধারণত: দৈর্ঘ্য, প্রস্থ, আকার, অংশ, পাত্র ইত্যাদির সাথে সম্পর্কিত।
গঠন:
Numeral (সংখ্যাবাচক শব্দ) + Measure words + of
+ Uncountable noun.
উদাহরণ: A slice of bread. A piece of paper.
Three acres of land. Two
kilos of sugar.
A pound of butter. A
cup of tea.
Five yards of string. Ten feet of cable.
Pronoun
Asif is a student. Asif is in class V. Asil goes to school
everyday. Asi's teachers like Asif very much. ওপরের
বাকাগুলোতে 'Asif' এই noun টি বারবার ব্যবহার
করার ফলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়েছে এবং ভাষা হয়ে উঠেছে শ্রুতিকটু ও অস্বাভাবিক।
এ
বাক্যগুলো যদি অন্যভাবে বলা যায় –
Asif is a student. He is in class V. He goes to school every
day. His teachers like him very much.
এখানে ভাষ। শ্রুতিমধুর ও স্বাভাবিক হয়েছে। কারণ, এখনে 'Asif এই noun টি এপার ব্যবহার করে পরবর্তী সময়ে Asif এর পরিবর্তে he, his ও him ব্যবহার করা হয়েছে। He, his ও him শব্দগুলো Asif এ noun-টির পরিবর্তে বসে Asif কে নির্দেশ করে। Noun-এর পরিবর্তে ব্যবহৃত এসব word-কে বলা হয় Pronoun।
অতএব,
যে word কোনো noun-এর পরিবর্তে ব্যবহৃত
হয় তাকে Pronoun বলে।
Classifications
of Pronoun
Pronoun আট
প্রকার। নিচে সংক্ষেপে সেগুলোর নাম ও উদাহরণ দেওয়া
হলো। পরে এই Chapter-এ প্রতিটি ভাগ
নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
1. Personal Pronoun
যেমন:
you, they we, he, she, etc.
2. Interrogative Pronoun যেমন; who, what, which,
etc.
3. Distributive Pronoun যেমন: each neither, either, etc.
4. Demonstrative Pronoun যেমন: this, such, that,
etc.
5. Relative Pronoun যেমন: who, what, which
that, etc.
6. Reciprocal Pronoun যেমন : each, other, one,
another, etc.
7. Reflexive and Emphatic Pronoun যেমন
: myself, yourself, herself, etc
8. Indefinite Pronoun যেমন : one any some etc.
1. Personal Pronoun
কোনো
ব্যক্তি বা বস্তুর নামের
পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
যেমন:
(The pronoun used instead of a person or thing is called personal pronoun.)
ব্যক্তির
নামের পরিবর্তে : Kamal is a good
boy. I like him.
বস্তুর
নামের পরিবর্তে : Oxygen is
important for life. It is found everywhere.
Personal Pronoun আবার
তিন
প্রকার
যথ:
(a) Personal pronoun of the first person :
First person
বা উত্তম পুরুষে যেসব pronoun (সর্বনাম) ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun যেমন: I, we, my me, our us, ours etc.
Second person বা মধ্যম পুরুষের যেসব pronoun ব্যবহৃত হয় তাদেরকে এই প্রকারে গণ্য করা হয়। যেমন: You, yours, thou, they thine, thee, etc.
(b) Personal pronoun of the Third person:
Third person
বা নাম পুরুষের যেসব pronoun ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun । যেমন: He, She, him, his, they, their, them,
etc.
কোন মন্তব্য নেই