Header Ads

JAHANARA HUQ MOHILA COLLEGE

জাহানারা হক মহিলা কলেজ

Classifications of Preposition | Rules of Using Prepositions | Preposition

 


Preposition

Preposition হলো এমন একটি word যা কোনো sentence-এ noun, pronoun বা noun phrase-এর পূর্বে বসে sentence-এর মধ্যে অন্যান্য word এর সাথে এদর সম্পর্ক স্থাপন করে। At, by, upon, ahead, in spite of, off, into, outside, because of, before, among, between ইত্যাদি বিভিন্ন ধরনের preposition-এর উদাহরণ।

Preposition-এর প্রকারভেদ গঠন ও ব্যবহারভেদে

preposition-কে প্রধানত ছয় ভাগে ভাগ করা যায় :

1. Preposition  2. Simple  3. Compound  4. Double  5. Detached   6. Disguised   7. Phrasal

 Simple Preposition

যে সকলা preposition মূলত একটি শব্দ দিয়ে গঠিত, তাদেরকে simple preposition বলে। যেমন: After, above at, by on, of, off, from through with ইত্যাদি।

বাক্যে ব্যবহার : Keep the book on (ওপরে) the table.

He will arrive at (-য়) 5pm.

 Compound Preposition

কোনো simple preposition যখন noun, adjective বা adverb-এর সঙ্গে prefix-এর মতো যুক্ত হয়, তাকে compound preposition বলে। যেমন- about, along before, behind, beside, between, beyond ইত্যাদি।

উল্লেখ্য, Compound preposition গঠন করতে সাধারণত on স্থলে a এবং by এর স্থলে be হয়।

বাক্যে ব্যবহার : It is beyond (বাইরে) my means to buy a car.

She was walking along (বরাবর) this road,

 Double Preposition

যে সবল preposition জন্য একটি preposition-এর সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে double preposition বলে। যেমন: into, upon, onto, out of প্রভৃতি।

বাক্যে ব্যবহার : He came into ( মধ্যে) the room.

 Detached Preposition

What are you talking about? Where have you come from? I have none to depend upon.

এখানে about, from e upon এই preposition তিনটি what এবং where-এর পূর্বে না বসে sentence-এর শেষে বসেছে। এদেরকে detached preposition বলে।

 Disguised Preposition

of a on ' preposition দুটি যখন 'o' ও 'a' আকারে ব্যবহৃত হয়, তখন তাদেরকে disguised (ছদ্মবেশী) preposition বলে। যেমন : He came at 7 o'clock (o' = of) in the morning.

The baby is fast asleep (a =on).

Sugar sells a kilo 50 taka. (a=per)

The king went a hunting. (a=on)

 Phrasal Preposition

দুই বা ততোধিক শব্দ যদি একটি preposition এর মতো কাজ করে তবে একে phrasal preposition বলে।

Ismail Hossain succeeded by dint of hard labour.

You can win one's heart by means of honesty.

এখানে by dint of, by means of হচ্ছে phrasal preposition

 

Rules of Using Prepositions

নিচে কতকগুলো preposition-এর ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হলো।

About: সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে ও প্রায় অর্থে about ব্যবহৃত হয়।

যেমন:

সম্বন্ধে       i. He knows nothing about this matter. (সে এ ব্যাপারটির সম্বন্ধে সে কিছুই জানে না।)

     ii. I shall tell him about your problem. (আমি তোমার সমস্যা সম্বন্ধে তাকে বলব।)

চারিদিকে:  i. The runners were running about the circle. (বৃত্তের চারিদিকে দৌড়বিদয়া দৌড়াচ্ছিল।)

     ii. There is a garden about my reading room (আমার পড়ার কক্ষের চারিদিকে বিস্ত           একটি বাগান আছে।)

উপলক্ষে i. Rima came to our house about the marriage ceremony. (বিবাহ উপলক্ষে রিমা                                 আমাদের বাড়ি সেছিল।)

      ii. I had to go there about that matter. (ঐ বিষয়টি উপলক্ষে আমাকে সেখানে যেতে                              হয়েছিল।)

প্রায় :         i. It is about 5 o'clock. (এখন প্রায় পাঁচটা বাজে।)

      ii. I had to spend about one thousand taka for nothing. (অপ্রয়োজনে আমাকে প্রায়               এক হাজার টাকা খরচ করতে হয়েছিল।)

At স্থান, সময়, মূল্য, গতি, দায়িত্ব, দূরত্ব বোঝাতে at ব্যবহৃত হয়।

যেমন:-

স্থান :    i. He lives at Shahbagh. (সে শাহবাগে থাকে।)

ii. Father is not at home ( বাবা বাড়িতে নেই।)

 সময় : i. The meeting will start at 5pm. (বিকেল পাঁচটায় সভা শুরু হবে।)

ii. He reached home at night. (সে রাতে বাড়ি ফিরেছিল।)


     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.